Paresh Khadka: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নেপালের অধিনায়ক পরেস খাডকা

অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নেপালের অধিনায়ক পরেস খাডকা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দেন তিনি।১০ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি হয়ে থাকল খাডকার আন্তর্জাতিক ক্যারিয়ার।

অবসর প্রসঙ্গে তিনি নিজের অফিশিয়াল টুইটার লেখেন, ‘নেপালের হয়ে খেলা আমার জন্য সবচেয়ে বড় অর্জন। তার জন্য আমি সব সময় আমার কোচ, খেলোয়াড়, সমর্থক, অংশীদার, বন্ধু পরিবারের কাছে কৃতজ্ঞ। ২০০২ সালে ১৫ বছর বয়সে ক্যারিয়ার শুরুর পর থেকে গত ১৮ বছর ধরে তারা ক্রমাগত আমাকে সমর্থন করে গেছেন।’

২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খাডকার। তবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন বেশ পরে। ২০১৪ সালে নেপালের হয়ে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক হয় তার।

দেশের হয়ে তিনটি (২০০৪, ২০০৬, ২০০৮) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন খাডকা। ২০০৯ সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। এই অলরাউন্ডার ওয়ানডেতে ব্যাট হাতে ৩১৫ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট। টি-টোয়েন্টিতে আছে ৭৯৯ রান ও ৮ উইকেট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?