স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩ আগস্ট।। দক্ষিণ জেলার সাব্রুমে দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উপজাতি গৃহবধূর।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাবরুমে এক গৃহবধূকে রাবার বাগানে একাকী পেয়ে দশম শ্রেণীর এক যুবক যৌন লালসা চরিতার্থ করার চেষ্টা করে।
ঘটনার বিবরণে জানা যায়, ২২ বর্ষীয় এক উপজাতি রমণী অন্যান্য দিনের মতোই বাড়ির পাশের রাবার বাগানে রাবার সংগ্রহ করতে গেলে পার্শ্ববর্তী এলাকার দশম শ্রেণীতে পাঠরত ছাত্র ঐ উপজাতি রমণীকে পেছন দিক থেকে ঝাপ্টে ধরে পরনের মেক্সি ছিড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা করে।
গৃহবধূ চিৎকার করতে থাকে এবং কোনক্রমে তার হাত থেকে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসে। তার পরপরই তার স্বামীকে মোবাইল ফোনে পুরো ঘটনা জানায়।
তখন তার স্বামী কাজ ছেড়ে রাবার বাগানে আসে এবং সেখান থেকে তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পাইফ্রু মগ পুরো ঘটনার ব্যাপারে সাবরুম থানার পুলিশকে অবহিত করেন।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।