অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী তিন মৌসুমের জন্য অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটসম্যান জো বার্নসের সঙ্গে চুক্তি করেছে মেলবোর্ন স্টার্স। গত ৯ বছর ধরে ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন তিনি। ৩১ বছর বয়সী তারকা এবার ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন মেলবোর্নের জার্সিতে।
ব্রিসবেন ছাড়ার প্রসঙ্গে বার্নস মঙ্গলবার বলেন, ‘দীর্ঘদিন থাকার পর ব্রিসবেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া নিঃসন্দেহে অনেক কঠিন ছিল।’এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে মেলবোর্ন স্টার্স খুব শক্তশালী দল হয়ে উঠেছে। এই দলে যোগ দিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত এবং নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে তর সইছে না।’
বিবিএলে সবাইকে মুগ্ধ করেছেন বার্নস। ৫৯ ম্যাচে ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১১৯২ রান করেছেন তিনি।মেলবোর্নে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, নাথান কোল্টার-নাইলের মতো তারকাদের।
বিবিএলে মেলবোর্ন স্টার্স একাদশের স্কোয়াড: জো বার্নস, হিল্টন কার্টরাইট, নাথান কোল্টার-নাইল, সেব গচ, লিয়াম হাচের, ক্লিন্ট হিঞ্চলিফ, নিক লারকিন, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), টম ও’কনেল, বিলি স্টানলেক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।