Manik Sarkar: সিপিআইএম তৃণমূলের সাথে জোট হবে কি না নেতৃত্বরা বিবেচনা করবে, বললেন মানিক সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।। ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস এবারই প্রথম আসেনি৷ তারা আগে যখনই নির্বাচনী কাজে এ রাজ্যে এসেছেন তখনই তাদের অতিথি দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে৷ তারা নির্বাচনী কাজে আসে এবং গণতান্ত্রিকভাবে সংগঠন করে৷

তাই তাদের কখনো বাধা দেওয়া হয়নি৷ সুতরাং তাদের রাজ্যে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়া নতুন কিছু নয়৷ সিআইটিইউ রাজ্য কার্যালয়ে রক্তদান এবং মরণোত্তর দেহদান কর্মসূচিতে এমনটাই জানান বিরোধী দলনেতা মানিক সরকার৷

তিনি আরো বলেন, ২০২৩ নির্বাচনের আরো দীর্ঘদিন রয়েছে৷ তখন সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সাথে জোট হয়ে লড়বে কি না সে বিষয়টি দলের নেতৃত্বরা বিবেচনা করবেন বলে সাংবাদিকদের প্রশ্ণোত্তরে জানান তিনি৷

পাশাপাশি রক্তদানের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিম ত্রিপুরা এলাকার মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসপ্রবণ ঘটনার অন্যতম হলো জিরানিয়া মহকুমা৷ জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে সিআইটিইউ কার্যালয়ে যে রক্তদান শিবির করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়৷

তার জন্য অভিনন্দন জানান মানিক সরকার৷ তিনি আরো বলেন, এদিন সাতজন মরণোত্তর দেহদান করেছেন৷ এটা বলা যায় মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা৷ মানুষ চারদিক থেকে দেহদানের আহ্বানে সাড়া দিয়ে উৎসাহের সাথে এগিয়ে আসছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?