অনলাইন ডেস্ক, ৩ আগস্ট।। এই গ্রীষ্মের শুরুতে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল গিয়র্গিও কিয়েলিনির। তবে তুরিনেই থাকছেন ইতালিকে ইউরো কাপ জেতানো অধিনায়ক।
জুভদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন ৩৬ বছর বয়সী সেন্টার-ব্যাক। ২০২৩ পর্যন্ত তুরিনে থাকবেন তিনি। এই চুক্তির শেষ হওয়ার সময় কিয়েলিনি পা রাখবেন ৩৮ বছর বয়সে।
এই গ্রীষ্মে সিরি’আ জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি-এজেন্ট হয়ে পড়েন তিনি। তবে নিজেদের রক্ষণভাগের সবচেয়ে অভিজ্ঞ এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি নবায়ন করতে বেশি ভাবেনি তুরিনের বুড়িরা।
আজ্জুরিদের ইউরো কাপ জেতানো তারকাকে পরের দুই মৌসুমও ধরে রাখতে চুক্তি বাড়ায় জুভেন্টাস। গত মৌসুমে দলে অনিয়মিত হয়ে পড়েন কিয়েলিনি। চোটের কারণে সিরি’আ লিগে তাকে মাঠে দেখা গেছে কেবল ১৭ ম্যাচে।
২০০৫ সালে ফিওরেন্টিনা ছেড়ে আসার পর থেকে তুরিনে আছেন কিয়েলিনি। ২০০৪ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর তাকে ধারে ফিওরেন্টিনায় পাঠানো হয়।
তুরিনের অধিনায়ক জুভদের হয়ে ৫৩৫ ম্যাচ মাঠে নেমেছেন। এই দীর্ঘ যাত্রায় ইতালিয়ান জায়ান্টদের হয়ে জিতেছেন ৯ বার সিরি’আ ও পাঁচটি কোপা ইতালিয়া।