অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। চীনের উহানে ২০১৯ সালের শেষ দিকে করোনার প্রাদুর্ভাব ঘটে। কয়েক মাসের মধ্যে সে ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়লেও দেশটির কর্তৃপক্ষ সফলভাবে সে সময় নিজেদের সংক্রমণ নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা করানো হবে।শহর কর্তৃপক্ষ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিনিয়র কর্মকর্তা লি তাও এক প্রেস কনফারেন্সে বলেছেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সবার দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে।এ ঘোষণার একদিন আগে শহরটিতে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা এক বছরের বেশি সময় পর স্থানীয় সংক্রমণের ঘটনা।
সম্প্রতি চীনে করোনার সংক্রমণ বেড়েছে। গত ১০ দিনে তিন শতাধিক সংক্রমণ রেকর্ড হয়েছে।দেশটির ১৫টির মতো প্রদেশ আক্রান্ত হয়েছে। এ কারণে সরকার গণপরীক্ষা ও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
অতি সংক্রামক ভারতীয় ধরন ডেল্টা ও স্থানীয় পর্যটনের মৌসুমকে সাম্প্রতিক পরিস্থিতির জন্য দায়ী করছে চীন।চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত ৯৩ হাজারে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন।