অনলাইন ডেস্ক, ৩ আগস্ট।। শুটিং লোকেশনে মারা গেলেন অভিজ্ঞ সোপ অপেরা অভিনতা জয় পিকেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ‘জেনারেল হসপিটাল’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’, ও ‘পোর্ট চার্লস’-এ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। পিকেটের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী এলেনা পিকেট।
আসন্ন মুভি ‘ট্রেজার ভ্যালি’তে অভিনয়ের জন্য শুটিং লোকেশন যুক্তরাষ্ট্রের ইদাহোতে ছিলেন পিকেট। সেখানেই এই অভিজ্ঞ অভিনেতা মৃত্যুবরণ করেন জানান ফিল্মটির পরিচালক ট্রাভিস মিলস।
তিনি ফিল্মটির অফিশিয়াল ফেসবুক পেজে জানান, ‘জয় পিকেট আমাদের মূল অভিনেতা, লেখক, প্রযোজক ও তার মুভির স্রষ্টা লোকেশনে ফিল্মের একটি দৃশ্যের প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ মারা গেছেন।
আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা তার পরিবারকে শোক জানায়। তার বেদনাদায়ক বিদায়ে তারা সবাই ভেঙে পড়েছেন।
‘যা তিনি ভালোবাসতেন তাই করতেন। অভিনয়, ঘোড়ায় চড়া, মুভি বানাতে ভালোবাসতেন তিনি। তিনি ছিলেন আশ্চর্য এক লোক’, যোগ করেন মিলস।
পিকেটের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। ওই সময় তাকে সবাই বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেনও জানান পরিচালক মিলস।