Divorce: আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটল বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের

অনলাইন ডেস্ক, ৩ আগস্ট।। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটল বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের। সোমবার, তাদের এক সঙ্গে দীর্ঘ পথচলা থেকে অব্যাহতির অনুমোদন দেয় আদালত।

গত মে মাসে ২৭ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন বিল ও মেলিন্ডা। সেই সময় এই দম্পতি জানান, ‘তারা আর বিশ্বাস করেন না, দম্পতি হিসেবে তাদের বাকি জীবন এক সঙ্গে এগিয়ে যেতে পারবেন’।এরপর মেলিন্ডা ওয়াশিংটনের কিং কাউন্টি আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেন।

১৯৮০ সালের শেষদিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন মেলিন্ডা। এরপর পরিচয় থেকে তারা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে গড়ায় পরিণয়ে। তাদের দীর্ঘ সংসার জীবনে ঘর আলো করে আসে তিন সন্তান।

এই যুগল দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর যৌথ পরিচালক। বিল ও মেলিন্ডার গড়ে তোলা এ দাতব্য প্রতিষ্ঠান বিশ্বজুড়ে সংক্রামক ব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৬৫ বছর বয়সী বিল ও ৫৬ বছর বয়সী মেলিন্ডা মিলে ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে এই ফাউন্ডেশনে ৩ হাজার ৬০০ কোটি ডলারের বেশি দান করেছেন। বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে ফাউন্ডেশন চালিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্বাসী।

ব্লুমবার্গ বিলয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী সোমবার পর্যন্ত, বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?