Congress: কংগ্রেসের মরা গাঙে পাল তুলতে ত্রিপুরায় আসলেন দুই কেন্দ্রীয় নেতৃত্ব, ঐক্যের বার্তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।। সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে একতার বার্তা দিতে সোমবার রাজ্য সফরে এসেছেন কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য অবিনাশ পাণ্ডে ও ছত্তিশগড়ের মন্ত্রিসভার সদস্য টি এস সিং দেও৷ একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে পৃথক ভাবে আলোচনা করেন৷ সাংগঠনিক ও ২০২৩-র নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস৷

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে রাজ্যে আসবে বলে জানান তিনি, কর্মীদের উৎসাহিত করে রাজ্যের নেতৃত্বদের নিয়ে আলোচনা করে কর্মসূচি গ্রহণ করার জন্য৷

রাজ্যের মানুষ বর্তমান সরকারের শাসনে তিতি বিরক্ত৷ মানুষ চাইছে সরকারকে বিদায় জানাতে৷ মানুষের ইচ্ছাকে সম্মান জানাতে কংগ্রেস তার জনমুখী কার্যক্রম শুরু করে দিয়েছে৷ এটা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত জারি থাকবে বলে জানান তিনি৷

অন্যদিকে কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য অবিনাশ পাণ্ডে জানান ত্রিপুরায় সমস্ত কংগ্রেস কর্মী ও আসন্ন নির্বাচনগুলির বিষয়ে আলোচনা করার জন্যই তাঁর এই সফর৷ সকলকে মিলে কাজ করার বার্তা দেন তিনি৷

এদিকে ছত্তিশগড়ের মন্ত্রিসভার সদস্য টিএস সিং দেও জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের কর্মী ও নেতাদের এক হয়ে লড়াই করতে হবে৷ প্রস্তুতি সঠিক না হলে কোন লাভ হবে না৷ গত নির্বাচনে কংগ্রেসের ফলাফল ভাল হয়নি৷ এই অবস্থায় সকলকে বুঝিয়ে দলে আনতে হবে না৷

এই পরিবারের সদস্যদের এক করতেই রাজ্যে এসেছেন এআইসিসি’র  নির্দেশ মেনে৷ একই সঙ্গে নজরে থাকবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দিকেও৷ সংগঠন ও নির্বাচনই মূল উদ্দেশ্য রাজ্যে আসার— তা এদিন স্পষ্ট করে দেন তিনি৷ কংগ্রেস ছেড়ে কিছু কিছু লোক তৃণমূলে যাচ্ছে৷

এটাই বাস্তব৷ এই পরিস্থিতিতে দিল্লি থেকে দুই জন পর্যবেক্ষক পাঠিয়েছে৷ কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য এই পর্যবেক্ষক পাঠানো হয়েছে৷ তৃণমূল ১৯৯৯ সালে কলকাতায় সৃষ্টি হয় আঞ্চলিক দল হিসেবে৷

এরপর বহু নেতা এই দলে যাচ্ছেন আবার ফিরে আসছেন৷ যাচ্ছেন এবং ফিরে আসার পর্ব রয়েই গেছে৷ কিন্তু এটা সত্যি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজেপিকে পরাস্ত করেছে৷ কিন্তু কংগ্রেসের সাহায্য ছাড়া বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়৷ আবার এক জোট হওয়ার বার্তা আসছে৷

আর তাতেই বিজেপির পতন সম্ভব৷ সোমবার বিমানবন্দরে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পিসিসির প্রাক্তন সভাপতি গোপাল রায়৷ তবে রাজ্যে কংগ্রেস দল এক হয়ে কাজ করবে বলে ফের আওড়ালেন তিনি৷

সর্ব ভারতীয় ক্ষেত্রে কিছু বলার অধিকার নেই তাঁর৷ তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা তা সঠিক করবে স্থানীয় নেতৃত্ব৷ অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে৷ ১৩৭ বছরের দল কংগ্রেস৷

স্বাধীনতার আন্দোলনে প্রথম সারিতে ছিল কংগ্রেস বলে জানান তিনি৷ বিমানবন্দরে তাদের স্বাগত জানান পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস ও প্রাক্তন সভাপতি গোপাল রায় সহ শাখা সংগঠনগুলির নেতৃত্ব।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?