অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। বিশ্বে আশ্চর্য জিনিসের জুড়িমেলা ভার। কতরকমই বিচিত্র ঘটনা ঘটে এই বৈচিত্র্যময় পৃথিবীতে, যা সাধারণের থেকে মানুষকে আলাদা করে তোলে। এবার সবচেয়ে বড় মুখের জন্য বিশ্ব রেকর্ড গড়লেন সামান্থা রামসডেল। সাধারণের থেকে তাঁর মুখের হাঁ অনেক বড়।
যা তাঁকে সাধারণের থেকে আলাদা পরিচয় দিয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় মুখের জন নাম উঠেছে সামান্থা রামসডেলের। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারিণী সামান্থা। ইতিমধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তিনি।
সামান্থা রামসডেল আমেরিকা যুক্তরাষ্ট্রের কানেটিকাটের বাসিন্দা। তবে বয়স যত বাড়ছে সামান্থার মুখের হাঁ ততই বড় হচ্ছে।
ইতিমধ্যেই বড় হাঁ-য়ের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর মাধ্যমেই বড় মুখের রেকর্ড গড়ার বিষয়টি প্রথম তাঁর মাথায় আসে।
আবেদন করেন গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপর দীর্ঘ প্রক্রিয়া পর্ব চলার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
গিনেসের রেকর্ড বইয়ে নথিভুক্ত তথ্য অনুযায়ী, সামান্থার মুখের মাপ আড়াই ইঞ্চি বা ৬ দশমিক ৫৬ সেন্টিমিটার। আড়াআড়িভাবে মাপা হলে তা আরও বেড়ে চার ইঞ্চি বা ১০ সেন্টিমিটারের বেশি হয়।
সামান্থা জানিয়েছেন, এই স্বীকৃতি পেয়ে তিনি খুব খুশি। কোনওদিন ভাবেননি তাঁর বড় হাঁ, তাকে এত জনপ্রিয়তা দেবে।