অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। করোনা তৃতীয় ঢেউ সম্পর্কে আগেই সচেতন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। করোনার ডেল্টা ধরণ যে কত ভয়ানক হতে পারে, তার সম্পর্কে জানিয়ে টিকাকরণ, মাস্ক ব্যবহার, সামাজিক বিধিনিষেধ বজায় রাখা প্রভৃতি মেনে চলতে নির্দেশ দিয়েছে হু।
করোনা ভাইরাসের বিরুদ্ধে গোটা ভারতজুড়ে অতি তৎপরতার সঙ্গে টিকাকরণ চলছে। এবার সেই টিকাকরণে নজির গড়ল ওড়িশা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে করোনার বিরুদ্ধে টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১ লক্ষ পরিযায়ী শ্রমিকেরও টিকাকরণ হয়ে গিয়েছে।
ভুবনেশ্বর মিউসিপ্যাল কর্পোরেশনের দক্ষিণ-পূর্ব জোনের ডেপুটি কমিশনার অংশুমান রথ জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে জনসংখ্যার ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ৫৫টি অতিরিক্ত টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে।
টিকার প্রথম ডোজ পেয়েছেন পরিযায়ী শ্রমিকেরাও। ৩১ জুলাইয়ের মধ্যে ১০০ শতাংশ টিকাকরণের চ্যালেঞ্জ নিয়েছিল কর্পোরেশন। এই সময়ের মধ্যে ১৮ বছরের উপরে ৯ লক্ষ ৭ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।
ভুবনেশ্বরে প্রায় ৩১ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন। ১৮-৪৪ বছরের মধ্যে মানুষের সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার। আর ৪৫ বছরের উপরে রয়েছেন প্রায় ৩ লক্ষ ২০ হাজার মানুষ।
কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমস্ত মানুষকে টিকাদান সম্পূর্ণ হয়েছে। এছাড়াও সমস্ত অবস্থার কথা বিবেচনা করে, অতি দ্রুততার সঙ্গে টিকাকরণ সম্পূর্ণ করার দিকে লক্ষ্য দেওয়া হয়েছে।