স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।। উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ করল তৃণমূল।
অভিযোগের আঙুল বিজেপির দিকে। হামলার ভিডিও টুইট করে অভিষেক সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে।
অভিষেক ভিডিও টুইট করে লিখেছেন ” বিজেপির জমানায় ত্রিপুরার গণতন্ত্র, দারুণ কাজ করেছেন বিপ্লব দেব, রাজ্যটাকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন”।
যে ভিডিও টুইট করেছেন অভিষেক তাতে দেখা যাচ্ছে তাঁর গাড়ি যখন আগরতলা- সাব্রুম রোড দিয়ে যাচ্ছে তখন বিজেপি কর্মীরা ঘিরে ফেলেছেন তৃণমুল সাংসদের গাড়ি।
Democracy in Tripura under @BJP4India rule!
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
এরপর সেই ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির সামনের কাচে লাঠি দিয়ে বাড়ি মারা হচ্ছে। সোমবার যে অভিষেক ত্রিপুরায় আসবেন তা শনিবারেই ঘোষণা করে দেয় তৃণমূল।
এরপরেই রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি জানিয়ে দেয় সোমবার দলীয় কর্মীরা রাস্তায় নেবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন ৯০% টিকা সম্পন্ন করার জন্য।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে অভিষেকের কর্মসূচীর দিনেই বিজেপির কর্মসূচী সংঘাতের আবহ তৈরি করে দেয়।