অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। সিরিজ শুরুর আগেই এক ম্যাচ কমানো হয়েছিল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নামিয়ে আনা হয় চার ম্যাচে। এর মধ্যে প্রথম টি-টোয়েন্টি ভেসে যায় বৃষ্টিতে।
শনিবার দ্বিতীয় ম্যাচে জয় পায় পাকিস্তান। রবিবার তৃতীয় ম্যাচ মাঠে গড়ালেও মাত্র ৬ মিনিট খেলা হলো। এরপর বৃষ্টিতে ভেসে গেল খেলা।
গায়ানায় এদিন ৮ বল খেলা হতে পেরেছে। আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৫ রান তুলেছিল। যার ১৪ রানই করেন আন্দ্রে ফ্লেচার। ৬ বল খেলে হাঁকান ২ ছক্কা। অন্য প্রান্তে ক্রিস গেইল ২ বল খেলে ১ রান করেন।
মুষলধারে বৃষ্টি হয়েছে এদিন। মাঠ পানিতে একাকার হয়ে যায়। পরে বৃষ্টি থামলেও খেলা শুরু হরা যায়নি। মঙ্গলবার একই মাঠে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।