অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। ফের ড্রোন আতঙ্ক জম্মু-কাশ্মীরে। রবিবার রাতে উপত্যকার সাম্বা জেলায়,চারটি ড্রোনকে আকাশে উড়তে দেখা যায়।
সূত্রের খবর তার মধ্যে একটি সেনা ছাউনির খুব কাছে উড়ছিল। সেনা সূত্রের খবর রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাম্বা জেলার বারি ব্রাহ্মণা এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীরা প্রথমে ড্রোনগুলি দেখতে পান।
সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি ৯২ ইনফ্যান্ট্রি বিগ্রেডকে পুরো বিষয়টি জানানো হয়। স্থানীয়রাও এই ড্রোনগুলি দেখতে পান । তবে অনেকটা ওপর দিয়ে ওড়ার জন্য সেগুলিকে গুলিকে গুলি করে নামায়নি সেনা।
সেনা সূত্রের খবর প্রাথমিক পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল ড্রোনগুলি। উল্লেখ্য গত কয়েকমাস ধরেই জম্মু- কাশ্মীরের আকাশে দেখা যাচ্ছে সন্দেহভাজন ড্রোন।
কয়েকদিন বাদেই ১৫ অগস্ট, তার সঙ্গে ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তি।তাই নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছেনা।