অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের এক শ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে রয়েছেন ওয়ার্ন।
রবিবার সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দলের ম্যাচ ছিল। এদিন সকালেই ওয়ার্ন জানান তার শরীর খারাপ লাগছে।
সঙ্গে সঙ্গে তার করোনার পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্টের ফল পজিটিভ আসে। এ ছাড়া ওয়ার্নের দলের আরও এক ব্যক্তির করোনা টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রয়েছেন।
ওয়ার্নের অনুপস্থিতিতে লন্ডনের দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ ডেভিড রিপলে।
লন্ডন স্পিরিট তাদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। দলটির অধিনায়ক ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ওয়েন মরগান।
শক্তিশালী দল ও খ্যাতনামা কোচ নিয়েও এখনো সাফল্যের মুখ দেখেনি দলটি। এরমধ্যেই দলের উদ্বেগ আরো বৃদ্ধি করে দিয়েছে ওয়ার্নের করোনা আক্রান্তের দুঃসংবাদ।
প্রসঙ্গত, দ্য হান্ড্রেডে করোনা পজিটিভ হওয়া দ্বিতীয় কোচ ওয়ার্ন। তার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তার সঙ্গে দলটির আরও দুইজন সাপোর্ট স্টাফের শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে।