অনলাইন ডেস্ক, ২ অগাস্ট।। তুরস্কে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। এখনও পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। দমকমকর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভয়াবহ আগুনে গ্রাসে তুরস্কের দক্ষিণাঞ্চল। তুরস্কের পাশে দাঁড়িয়েছে ইরান।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, রবিবার ফের দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত হয়েছেন আরও ১০ জন। জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এখনও পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও মানাবগাত, মিলাস ও মারমারিস শহরে এখনও জ্বলছে আগুন। বনমন্ত্রী বাকির পাকদেমিরলি জানিয়েছেন, বহু মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটন শহর বোদরামে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে বেশ কিছু সংখ্যক পর্যটক এবং হোটেলের কর্মীকে আগেভাগেই সরানো হয়।