CM Biplab: রাজ্যে দুই হাজার কোটি টাকা খরচ করে এক লক্ষ আশি হাজার ঘর প্রদান করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২ আগস্ট।। আজ খোয়াই জেলায়, এসপি অফিস ও জেলাশাসক অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী বলেন,এই জেলাশাসক অফিস নির্মাণে প্রায় কুড়ি কোটি টাকা খরচ হয়েছে।

রাজ্যের বর্তমান সরকার জনমুখী ও উন্নয়নে বিশ্বাসী। রাজ্যে সাত হাজার কোটি টাকার জাতীয় সড়কের কাজ চলছে। আরও সাত হাজার কোটি টাকার সড়কের কাজ পাইপলাইনে রয়েছে।

এই জাতীয় সড়কগুলি রাজ্যের প্রতিটি মহকুমাকে ছুঁয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে রেল যোগাযোগের বিকাশ করেছেন, রাজধানী এক্সপ্রেস প্রদান করেছেন। তিনি এর মাধ্যমে রাজ্যকে পাঁচ বছরের আগেই হীরা প্রদান করে প্রতিশ্রুতি রাখলেন। এর জন্য কাউকে কোন আন্দোলন বা মিছিল-মিটিং করতে হয়নি।

তিনি বলেন, রাজ্যের গ্রামগুলিতে কমন সার্ভিস সেন্টার খুলে যাওয়ায় গ্রামের মানুষ এখন বিভিন্ন পরিষেবা সহজেই পেয়ে যাচ্ছে আর এর ফলে উৎপন্ন হয়েছে অনেক রোজগারের সুযোগ। আজ স্টার্টআপ এর মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে। রাজধানী আগরতলায় এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর আগামী এক দুই মাসের মধ্যেই উদ্বোধন করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে দুই হাজার কোটি টাকা খরচ করে এক লক্ষ আশি হাজার ঘর প্রদান করা হবে। আগে যাদের টিনের ঘর ছিল তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতেন না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য বিশেষ ছাড় দিয়েছেন এবং এর ফলে এরাজ্যে যাদের টিনের ছাউনি দিয়ে ঘর আছে তারাও এখন এই যোজনায় ঘর পাবে।

ত্রিপুরা রাজ্যের গ্রামগুলিতে পেপার ব্লকে বসিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আমাদের জল, সড়ক, বিদ্যুৎ, ঘর ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছেন। আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক কোভিড ভ্যাক্সিনেশন হয়েছে।

আমাদের স্বাস্থ্যকর্মীরা ছড়া, নদীর জল অতিক্রম করে জুমের জমিতে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করার লক্ষ্যে। তিনি বলেন, আমি সকলকে অনুরোধ করব এই লক্ষ্যপূরণে এগিয়ে আসার জন্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?