স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। রাজনৈতিক উন্নয়নের জল্পনা-কল্পনার মধ্যে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ আগরতলা রেল স্টেশনে এসেছেন বিরাজমান পরিস্থিতির খোঁজখবর নিতে৷
টিএমসির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে যুব শাখার সাধারণ সম্পাদক এবং ছাত্রনেতা সুদীপ রাহা ও জয়া দত্তকে আগরতলা রেল স্টেশনে টিএমসি নেতারা স্বাগত জানান৷
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, বাংলা ও ত্রিপুরা দুই বোনের মতো৷ যদি উভয় রাজ্য একসঙ্গে চলতে না পারে, তাহলে পূর্ব ভারতের উন্নয়ন সম্ভব নয়৷ তিনি আরও বলেছেন যে ২০১৮ সালে ত্রিপুরার মানুষ ‘চলো পল্টাই’ স্লোগান তুলেছিল৷
কিন্তু সরকার পরিবর্তনের কারণে জনগণ এখন ভুগছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রচেষ্টার পরেও ত্রিপুরা দেখেছে, বাংলার নির্বাচনে বিজেপি হেরেছে৷
বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন তার জন্য ভোট দিয়েছেন৷ যুব নেতা আরও বলেছিলেন যে জনগণ চায় বিজেপি দল থেকে মুক্তি পেতে মমতা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করুক৷
তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ত্রিপুরায় পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেবেন এবং ২০২৩ রাজ্য বিধানসভার প্রস্তুতি নেওয়া হবে৷