অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। ১০০ মিটারে নতুন রাজা পেল টোকিও অলিম্পিক। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হলেন ইতালির স্প্রিন্টার মার্সেল জ্যাকবস। সাধারণত জ্যামাইকা, যুক্তরাষ্ট্র বা কানাডা থেকে এই ইভেন্টে পদক এসে থাকে। কিন্তু সকলকে বেশ অবাক করেই এবার সেরা হলেন ইতালিয়ান স্প্রিন্টার।
তবে এটা ঠিক, নিজের সেরা পারফরম্যান্স দিয়ে ১০০ মিটারের স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন জ্যাকবস। ইতালির প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন তিনি।
এই ইভেন্টে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লে। তিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আন্দ্রে দে গ্রেস। দৌড় শেষ করতে তার সময় লেগেছে ৯.৮৯ সেকেন্ড।এই তিন স্প্রিন্টারই রবিবার ১০০ মিটারে নিজেদের সেরা টাইমিং করলেন।
এদিন ১০০ মিটার ফাইনাল শুরু আগেই গ্রেট ব্রিটেনের জার্নেল হিউজেস ডিসকোয়ালিফাই হয়ে যান। আর নাইজেরিয়ার ইনোচ আদেগোকে দৌড় শেষ করতেই পারেননি। মাঝপথেই চোট পান তিনি। এই দুটি অঘটনের চেয়েও বোধ হয় ইতালির স্প্রিন্টারের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হওয়াটা বড় বিস্ময় টোকিও অলিম্পিকে।