অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। অলিম্পিকে স্বর্ণ ধরে রাখার লড়াইয়ে আরো একধাপ এগোল ব্রাজিল। মিশরের বিপক্ষে ১-০ গোলের জয়ে সেমিফাইনালে পা রাখল দলটি। অন্যদিকে আইভরি কোস্টকে ৫-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল স্পেন।
শেষ চারে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো, স্পেনের সামনে জাপান। মেক্সিকো সেমির পথে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৬-৩ গোলে। অন্যদিকে টাইব্রেকারে নিউজিল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে ওঠে জাপান।
বিশ্বস্তরে শেষ দুই দশকে স্পেনের ফুটবল দল যতই সাফল্য পাক না কেন, অলিম্পিকের মঞ্চে হতাশই হতে হয়েছে তাদের। তবে সেই হতাশা দূর করার লক্ষ্যে পেদ্রি, ড্যানি ওলমোসহ ইউরোয় অংশগ্রহণকারী একাধিক তরুণ ফুটবলারদের জাপানে পাঠিয়েছে স্পেন। তার সুফলও পাচ্ছে দলটি। আইভরি কোস্টকে হারিয়ে তারা ২১ বছর পর অলিম্পিকের শেষ চারে জায়গা করে নিল।
ম্যাচের ফলাফল দেখে মনে না হলেও এক্সট্রা টাইমে গড়ানো ম্যাচ ছিল টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত নাটক অব্যাহত ছিল।
নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়ে ম্যাক্স গ্রাডেল গোল করে আইভরি কোস্টকে শেষ চারের দোরগোড়ায় পৌঁছে দিলেও তার গোলের পর মাঠে নেমেই স্পেনের হয়ে সমতা ফেরান রাফা মির।
অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক বাইলির ভুলে পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। পরে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রাফা মিরও।
এদিকে গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রাজিলের হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রিচার্লিসনকে। এদিন গোল না করলেও গোলের ঠিকানা লেখা পাসটি বাড়ান তিনিই।
৩৭ মিনিটে ম্যাথিয়াস কুনিয়া ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। ম্যাচের ৮৭ মিনিটে গোল করার মিশরের হয়ে আক্রম তৌফিক গোল করার সুযোগ পেলেও ব্রাজিলের খেলোয়াড়রা তা ক্লিয়ার করতে সক্ষম হয়।
গোটা ম্যাচে নিজেদের সেরা ফর্মে না খেলেই অনায়াসে মিশরকে পরাস্ত করে সেলেসাও বাহিনী। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।