অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। টোকিও অলিম্পিকের টেনিসে নারীদের ডাবলে চেক প্রজাতন্ত্রকে সোনা এনে দিয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও কাটেরিনা সিনিয়াকোভা।
রবিবার আরিয়াকে টেনিস সেন্টারে দুর্দান্ত পারফরফ্যান্সে এই জুটি ৭-৫ ও ৬-১ গেমে হারিয়েছে শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ ও ভিক্টোরিজা গোলুবিচকে।
টোকিও অলিম্পিকে দ্বিতীয় সোনা জয়ের সামনে ছিলেন বেনচিচ। এর আগে শনিবার নারীদের সিঙ্গেলে সোনা জিতেছেন তিনি।ফ্রেঞ্চ ওপেন জয়ী বারবোরা ও কাটেরিনা জুটি প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয়।৩১ বছর পর এবারই প্রথম টেনিসে অলিম্পিক সোনার দেখা পেল চেকরা। শেষবার তারা সোনা জিতেছিল ১৯৮৮ সালে।
বারবোরার সাবেক কোচ জানা নোভোৎনা ছিলেন টেনিসে শেষ চেক পদকজয়ী। ২০১৭ সালে ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করা এই তারকা ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।