অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। অসম-মিজোরাম সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, অসম থেকে ১৯ সদস্যের সর্বদলীয় এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। চলমান সংকটের অবসান ঘটাতে কেন্দ্রের প্রতি আহ্বান জানাতে তাদের এই দিল্লি সফর। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারী।
দাইমারির মতে, ‘প্রতিনিধি দলের সকল সদস্য সর্বসম্মতিক্রমে অসমের জনগণের স্বার্থে রাজ্যের সীমান্ত রক্ষা করার জন্য অসম সরকারকে তাদের সমর্থন বাড়িয়ে দিতে সম্মত হয়েছেন। শনিবার স্পিকার রাজ্যের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।যেমন মিজোরামের সকল দল তাদের রাজ্যের সীমানা রক্ষায় ঐক্যবদ্ধ।” দিল্লি সফরে সম্মত হওয়ার আগে, শনিবার প্রতিনিধি দলটি আন্ত:রাজ্য সীমান্তের কাছাকাছি লায়লাপুর পরিদর্শন করে। যেখানে ২৬ জুলাই সংঘর্ষে ৫ আসাম পুলিশ কর্মী এবং একজন সাধারণ জনতা নিহত হয়।
একটি সরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের সঙ্গে কথা বলবে। সীমানা বিরোধ যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য এবং সাংবিধানিক সীমানা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করবে।
সর্বদলীয় বৈঠকের সময় দইমারী বলেন, রাজ্যের জমির এক ইঞ্চিও মিজোরামকে দেওয়া যাবেনা,তা নিশ্চিত করার জন্য আন্ত:রাজ্য সীমান্ত নিরাপত্তার স্বার্থে নতুন নীতি প্রণয়ন বা আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। দইমারী ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি স্পিকার নুমাল মোমিন, বিজেপি বিধায়ক জয়ন্ত মল্ল বড়ুয়া, ভুবন পেগু, রূপক সরমা এবং কৃষ্ণ কমল তাঁতী, কংগ্রেস সদস্য কমলাখ্যা দে পুরকায়স্থ, মিসবাহুল ইসলাম লস্কর, সিদ্দেক আহমেদ এবং খলিলুদ্দিন মজুমদার।
প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অগপ-র রমেন্দ্র নারায়ণ কলিতা এবং প্রদীপ হাজারিকা, এআইইউডিএফে এর জাকির হুসেন লস্কর, সুজামুদ্দিন লস্কর এবং করিমুদ্দিন বারভুইয়া, ইউপিএলের এর লরেন্স ইসলারি, বিপিএফের এর চরাম বোরো, সিপিআই -এর মনোরঞ্জন তালুকদার এবং নির্দল বিধায়ক অখিল গগৈ।কাছার, করিমগঞ্জ এবং হাইলাকান্দি সহ বরাক উপত্যকার ১৫ জন বিধায়ক আন্তরাজ্য সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় অসম সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস