অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। অসাধারণ লড়াই চালালেন নিকোলাস পুরান। খেললেন ৩৩ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা। এরপরও ১৫৮ রান তাড়া করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার গায়ানায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে পাকিস্তানের জয় ৭ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়দের ইনিংস থামে ৪ উইকেটে ১৫০ রানে।
এদিন পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ হাফিজ। ৪ ওভার বোলিংয়ে মাত্র ৬ রান খরচায় যিনি ১ উইকেট তুলে নেন। ব্যাট হাতে অবশ্য ৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।
তবে অধিনায়ক বাবর আজমের ৪০ বলে ৫১ ও মোহাম্মদ রিজওয়ানের ৩৬ বলে ৪৬ রানে ভর করে ৮ উইকেটে ১৫৭ রানের পুঁজি গড়ে পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ২৬ রান খরচায় সর্বাধিক ৪ উইকেট নেন। ডোয়াইন ব্রাভো নেন ২ উইকেট।
জবাবে ক্যারিবীয়দের মন্থর ব্যাটিংটাই পরে ম্যাচ কঠিন করে দেয় তাদের জন্য।
টপ অর্ডারে বলার মতো রান এভিন লুইসের। ৩৩ বলে ৩৫ রান করেন। ক্রিস গেইল ১৬ রান করতে খেলেছেন ২০ বল। শিমরন হেটমায়ার ১৮ বলে ১৭ রান করেন।
শুরুতে ওপেনার আন্দ্রে ফ্লেচার তো ফিরেছিলেন ২ বলে ০ রান করে। পরে পুরানোর ঝোড়ো ইনিংসও পারেনি দলটিকে জয়ের বন্দরে নিতে। ৬টি ছক্কা ও ৪ চারে পুরান তার ইনিংস সাজিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন হাফিজ।
চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।