অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। দুঃখজনকভাবে মারা গেলেন আয়াক্সের তরুণ ফুটবলার নোয়াহ গেসের। শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পড়েন এই ১৬ বছর বয়সী ফুটবলার।
কার ও ট্রাকের সংঘর্ষের এই দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পান গেসের। ঘটনাস্থলে মারা যায় তার ভাইও। এ ছাড়া, ওই ট্রাকের ড্রাইভারকে হাসপাতালে নেওয়া হয়। তিনিও এখনো বিপদমুক্ত নন।
আয়াক্সের সম্ভাবনাময়ী প্রতিভাবান ফুটবলারদের একজন ছিলেন গেসের। ২০১৮ সালে আলফেনসে বয়েজ থেকে ২০১৮ সালে তিনি ডাচ ক্লাবটিতে যোগ দেন। আয়াক্সের অনুর্ধ্ব-১৭ স্কোয়াডেরও অংশ ছিলেন গেসের।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ডাচ ফুটবলে। এই দুঃখজনক খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে গেসেরের এক ছবি পোস্ট করে শোক ও শ্রদ্ধা জানিয়েছে আয়াক্স।