National Highway Blocked: পরীক্ষা হয়নি, ফলাফল ঘোষণা করল পর্ষদ, ফেল হওয়ায় রাগে তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ ছাত্রদের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩১ জুলাই।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০-২১ বছরের শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই অকৃতকার্য ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধে বসে।

জানা যায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহর এলাকার কয়েকটি বনেদি বিদ্যালয়ের অকৃতকার্য ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিশৃংখলার পরিবেশ তৈরি করে।

এতে ইন্ধন যোগায় অপ্রত্যক্ষভাবে এন.এস.ইউ.আই সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। শনিবার দুপুর দুইটা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের নাটক মঞ্চস্থ হয় তেলিয়ামুড়া শহর জুড়ে।

এতে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ও.সি নাড়ুগোপাল দেব সহ বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী।

সেই সাথে ছুটে আসে তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও তথা ডি.সি.এম সজল দেবনাথ। তাছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয় শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃত্বরা।

শহরের স্বাভাবিক পরিবেশ আচমকাই উত্তপ্ত হয়ে উঠে। করুনা পরিস্থিতি কালে জাতীয় সড়ক অবরোধ মূলত বেমানানের মতো। পুলিশ অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করে অবরোধ প্রত্যাহার করার দাবিতে। অথচ তাদের দাবিতে অনড় থাকে বিভিন্ন বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়ারা।

বর্তমান করুণা পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে রেখে পেছন থেকে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের অঙ্গুলিহেলনে তেলিয়ামুড়া শহরে শনিবার এক বিশাল নাটক মঞ্চস্থ হল দুপুর দুই টা থেকে সন্ধ্যা পর্যন্ত।

তেলিয়ামুড়া থানার পুলিশ জনাকয়েক ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র কথা টাউন হলে নিয়ে আটক করে রাখে। যদিও করুনা পরিস্থিতি সময় কালে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ ধরনের নোংরা রাজনীতি অনেকটা ভালো চোখে দেখছে না অভিজ্ঞমহল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?