Fire: তুরস্কের ২১ প্রদেশের ১০৭টি বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ৯৮টি নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। তুরস্কের ২১ প্রদেশের ১০৭টি বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ৯৮টি নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন কর্মকর্তারা।

কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এ কথা জানিয়েছে।এ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৭১ জন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের জেলা দেগিরমেনিয়ানির অগ্নি ব্যবস্থাপনা কেন্দ্রে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আর্দ্রতা ১০ শতাংশে নেমে যাওয়ায় রবিবার ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে।

তিনি বলেন, ‘বৃষ্টি শুরু হলে আমরা পুড়ে যাওয়া প্রতিটি গাছের বিপরীতে এক হাজার গাছ লাগাবো। ’

গত বুধবার তুরস্কে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানল কবলিত অধিকাংশ এলাকাই দক্ষিণাঞ্চলীয় অঞ্চল। এতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭১ জনের বেশি।

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাকে ‘দুর্যোগকবলিত অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি ওই অঞ্চল পরিদর্শন করেছেন।

একইসঙ্গে দাবানল নিয়ন্ত্রণে সহযোগিতা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান। দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক দল পাঠিয়েছে আজারবাইজানও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?