অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। দিল্লির একটি আদালত ২০১৯ সালের উন্নাও ধর্ষণের শিকার মেয়েটির সড়ক দুর্ঘটনা নিয়ে সিবিআইয়ের তদন্ত মেনে নিল দিল্লির আদালত৷ মেয়েটির পরিবার এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করলেও সিবিআই তদন্ত করে জানিয়েছিল যে সেটা নিছকই দুর্ঘটনা৷
সিবিআইয়ের সেই বয়ানের উপর আস্থা রেখেছে আদালত৷ আদালতের মন্তব্য, সিবিআইয়ের তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় না৷ এই মামলাটি উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষণের শিকার মেয়েটির দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত। ২০১৯ সালে ধর্ষণের শিকার ব্যক্তি তার পরিবার এবং আইনজীবীর সঙ্গে রায়বেরেলির কাছে একটি গাড়িতে করে যাচ্ছিলেন৷
সেই সময় একটি দ্রুতগামী ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয় এবং তার দুই চাচি মারা যায়৷ নির্যাতিতা এবং তার আইনজীবী গুরুতর আহত হন। ঘটনার পরপরই ধর্ষণের শিকার ব্যক্তির পরিবার অভিযোগ করেছিল যে তারা গভীর ষড়যন্ত্রের শিকার। দুর্ঘটনার আগে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে নাবালিকা ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল৷
তবে সেই দুর্ঘটনা মামলার শুনানিতে ভিকটিমের পরিবারের ‘ষড়যন্ত্র’-এর অভিযোগ খারিজ করে বিচারপতি ধর্মেশ শর্মা বলেন যে অভিযোগগুলি একটি আকর্ষণীয় রোমাঞ্চকর গল্পের মতো৷ কিন্তু সেগুলি কেবল অনুমানের ভিত্তিতে ছিল।