অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। আগামী বুধবার ৬০-এ পা দেবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ম্যাসাচুসেটসের নিজের বাড়িতেই আয়োজন হবে অনুষ্ঠান।
যেখানে উপস্থিত থাকবেন হলিউড তারকারা। উইনফ্রে, জর্জ ক্লুনি ,পল ম্যাকার্টনির মত তারকারা উপস্থিত থাকেন আমন্ত্রিত হিসেবে। মার্কিন সংবাদমাধ্যমে ওবামার জন্মদিনের পার্টি বিগত কয়েকবছর ধরেই চর্চিত বিষয়।
জানা যাচ্ছে ম্যাসাচুসেটের যে বিলাবহুল বাড়িতে বারাক ওবামা সপরিবারে থাকেন তার মূল্য ১২ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা। বারাক যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখনও হোয়াইট হাউসে বসত জন্মদিনের আসর। যেখানে মার্কিন সংস্কৃতি জগতের সেরা ব্যক্তিত্বরা উপস্থিত থাকতেন শুভেচ্ছা জানাতে।