Amit Shah: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আইন ও শৃঙ্খলাকে ঢেলে সাজিয়েছে, বললেন অমিত শাহ

অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। ভোট-কৌশল ঠিক করতে ইতিমধ্যে বেশ কয়েকবার দিল্লি সফর করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই রাজ্য থেকে দুই ডজনেরও বেশিজনকে স্থান দেওয়া হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে। প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বললেন যে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের আইন ও শৃঙ্খলাকে ঢেলে সাজিয়েছে। অনেকের মনে পড়ে যাবে হাথরসে দলিত তরুণীকে উচ্চবর্ণের যুবকরা কীভাবে ধর্ষণ করে এবং রাতের অন্ধকারে পুলিশ সেই তরুণীর মৃতদেশ জ্বালিয়ে দেয়। অহরহ এই রাজ্যে ঘটে চলা লিঞ্চিং করে সংখ্যালঘুদের হত্যার ঘটনা। দোষীদের কোনও সাজা হয় না।

‘লাভ জিহাদে’র নামে মুসলিমদের ধরপাকড় ও হেনস্থা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশদ্রোহ আইন ও ইউএপিএ ধারায় বহু সরকারের সমালোচকদের আটক করা এই রাজ্যে জলভাত। এত কিছুর পরও অমিত শাহ বলেন,”২০১৯ সাল পর্যন্ত ছয় বছর ধরে আমি ইউপিতে বহুবার এসেছি। তাই আমি আগের ইউপিকে ভাল মতো জানি।

পশ্চিম ইউপিতে ভয়ের বাতাবরণ ছিল আর সেই কারণে মানুষ এই এলাকা ছেড়ে পালাত, মহিলাদের নিরাপত্তা ছিল না, গরিব মানুষদের জমি দখল করে নিত জমি-মাফিয়ারা। প্রকাশ্য দিবালোকে গুলি চলত এবং সব সময় দাঙ্গা লেগে থাকত।” তাঁর আরও দাবি, ২০১৭ সালে বিজেপি প্রতিশ্রুতি দেয় যে, ইউপিকে একটি উন্নত রাজ্য হিসাবে গড়ে তুলবে তারা এবং আইন-শৃঙ্খলাকে ঢেলে সাজাবে।

এরপর তিনি বলেন,”আজ ২০২১ সালে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আইন-শৃঙ্খলার দিক থেকে যোগী আদিত্যনাথ ও তাঁর দলবল ইউপিকে শীর্ষে নিয়ে গিয়েছেন।” তাঁর দাবি, দরিদ্রতম মানুষদের উন্নয়নের জন্য কাজ করে বিজেপি। ধর্ম, জাতি, বর্ণ, সম্প্রদায় দেখে বিজেপি কাজ করে না বলে অমিত শাহ আর্তনাদ করলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?