অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। চুক্তি ভঙ্গ করার অভিযোগে ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন অভিনেত্রী। ওটিটি ও সিনেমা হলে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট।
‘ভ্যারাইটি’র সূত্রে জানা গেছে, হলের পাশাপাশি ওটিটিতেও ছবিটি মুক্তি দেয়ায় স্কারলেট জোহানসনের ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। আর তাই মামলা করেছেন স্কারলেট। মামলার অভিযোগ পত্রে লেখা হয়েছে, ‘কোনো যৌক্তিকতা ছাড়াই ডিজনি চুক্তি লঙ্ঘন করেছে।’মামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে ডিজনি।
ডিজনির এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘এই মামলার কোনো ভিত্তি নেই। কোভিড-১৯ মহামারীর ভয়াবহ এবং দীর্ঘায়িত বৈশ্বিক প্রভাবের মাঝে এমন মামলা দুঃখজনক এবং বেদনাদায়ক। ডিজনি চুক্তি ভঙ্গ করেনি। বরং ডিজনি প্লাসে ব্ল্যাক উইডো মুক্তি দেয়ায় জোহানসনের বাড়তি ২০ মিলিয়ন ডলার আয় হয়েছে।’
সিনেমাটি ওটিটিতে মুক্তি দেয়ার মূল কারণ চলমান মহামারি। সিনেমাহলগুলোতে এখনও পর্যাপ্ত দর্শক না থাকায় অনেক প্রযোজনা প্রতিষ্ঠান ছবি হাতে নিয়ে অপেক্ষা করছে পরিস্থিতির উন্নতির জন্য।
৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করেছে ছবিটি। ২১৮ মিলিয়ন ডলার আয় করে করোনা কালে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে ধস নামে। ছবির আয় কমে গিয়েছে ৪১ শতাংশ।
‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ পরবর্তী কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে ‘ব্ল্যাক উইডো’। আছে সাবেক রাশিয়ার গুপ্তচরের বেড়ে ওঠার গল্প। এটিকে ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর প্রিক্যুয়ালও বলা যায়।