Vaccination: রাজ্যে ২৩ লক্ষ ২৬ হাজার ৮৩৫ জন নাগরিককে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুলাই।। রাজ্যের প্রতিটি জেলায় কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এবছরের ১৬ জানুয়ারি থেকে সারা দেশের সাথে রাজ্যেও কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়।

রাজ্যে এখন পর্যন্ত ২৩ লক্ষ ২৬ হাজার ৮৩৫ জন নাগরিককে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৬১০ জন নাগরিককে।

আজ জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জিবিপি হাসপাতালের এম এস ডা. সঞ্জিব দেববর্মা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, রাজ্যে এখন পর্যন্ত ৫৩ হাজার ৮০৭ জন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

৪১ হাজার ৭২৪ জন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। রাজ্যের ৯৬ হাজার ৬২১ জন প্রথম সারির যোদ্ধাকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৬০ হাজার ১৮২ জন প্রথম সারির যোদ্ধাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

রাজ্যের ৪৫ বছরের ঊর্ধে নাগরিকদের মধ্যে ১০ লক্ষ ৪৪ হাজার ৩৬৩ জন টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৬ লক্ষ ৫৩ হাজার ৩৩১ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

রাজ্যের ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সের নাগরিকদের মধ্যে ১১ লক্ষ ৩২ হাজার ৪৪ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ও ২১ হাজার ৩৭৩ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা: তপন মজুমদার, আই ডি এস পি-র স্টেট সার্ভিলেন্স অফিসার ডা: দ্বীপ দেববর্মা, স্টেট ইমুিনাইজেশন অফিসার ডা: মৌসুমী সরকার সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?