Traffic Post: তুইসিন্দ্রাই বাজারে জাতীয় সড়কের পাশে ট্রাফিক পোস্টের উদ্বোধন করলেন বিধায়িকা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩০ জুলাই।। দীর্ঘদিনের তুইসিন্দ্রাই এলাকাবাসী সহ বাজার ব্যাবসায়ীদের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়ের উদ্যোগে এবং মদন গোপাল ট্রেডাসের সহযোগিতায় তুইসিন্দ্রাই বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি ট্রাফিক পোস্ট বসানো হয়৷

এতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় খোয়াই জেলার ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিত শুক্ল দাস, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ও.সি নাড়ুগোপাল দেব সহ এলাকার জনগণ সহ বাজার ব্যাবসায়ীরা৷

এ প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়িকা বলেন, দীর্ঘ দিনের তুইসিন্দ্রাই বাসীর দাবি ছিল এই এলাকায় যাতে একটি ট্রাফিক পয়েন্ট বসানো হয়৷

তাদের দাবি কে মান্যতা দিয়ে শুক্রবার এই ট্রাফিক পোস্টটি বসানো হয়েছে৷ বিশেষ করে পুলীনপুর থেকে হাওয়াই বাড়ি পর্যন্ত এমনিতেই পথ দুর্ঘটনা প্রবন এলাকা বলে আরক্ষা দপ্তর সূত্রে জানা যায়৷

এই ট্রাফিক পোস্টটি এই এলাকায় বসানোয় এখন দেখার দুর্ঘটনা কিছুটা হলেও হ্রাস টানতে সক্ষম হয় কিনা তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?