স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩০ জুলাই।। গত কয়েক মাস ধরে সাব্রুম শহর সহ আশপাশ এলাকাগুলিতে চোরের উপদ্রপ প্রচণ্ডহারে বেড়ে গিয়েছে৷ প্রায় প্রত্যেক রাতেই শহরের কোন না কোন বাড়িতে চোরের দল হানা দিয়ে যাচ্ছে৷
করোনা পরিস্থিতিতে রাতে চোরের উপদ্রপে সাধারণ মানুষদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ মানুষের বাড়ির পাশাপাশি সরকারি অফিসগুলিতে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে৷ সাব্রুম শহরে চোরের উপদ্রপ বৃদ্ধি পেতে থাকলেও পুলিশি অভিযান কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না৷
অথচ প্রায় প্রতিদিনই চোরের উপদ্রপ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছে৷ গত এক মাস আগেও সাব্রুম শহরের নেতাজী পাড়ার এক বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ আসবাব পত্র চুরি হয়৷ জেলা সদর দপ্তর থেকে পুলিশ কুকুর এনেও চোরের কোন হদিশ পায়নি আরক্ষা দপ্তর৷
বেশ কিছু বাড়ি থেকে মোবাইল ফোনও চুরি হয়েছে৷ সাব্রুম রেল স্টেশন সংলগ্ণ একটি সুলভ শৌচালয় থেকে জলের ট্যাঙ্কও চুরি হয়েছে৷ বিভিন্ন বাড়ি থেকে জলের মোটর চুরি হয়ে যাচ্ছে৷ এমনকি গত কয়েকদিন ধরে মানুষের বাড়ি থেকে ছাগল চুরিও শুরু হয়েছে৷
এভাবে একের পর এক চুরির মাত্রা বৃদ্ধি পাওয়ায় পুলিশের উপর আস্থা না রেখে শহরের দমদমা এলাকার জনগণ চোরের দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে দমদমা এলাকার বাবুল বণিক নামে এক চোরকে আটক করে৷
পরবর্তী সময়ে কিছু উত্তম-মধ্যম দিলে আরো দুই চোরের নাম এলাকাবাসী জানতে পারলেন৷ শেষে বাবুল বণিক নামে চোরকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেন৷
এলাকাবাসীর দাবি পুলিশি জিজ্ঞাসাবাদে চোর দলের সর্দার বাবুল বণিক সমস্ত চুরির তথ্য দেবে৷ এলাকাবাসীর দাবি সাব্রুমে চোর দলের সর্দার বাবুল বণিককে পুলিশ যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে৷