স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুলাই।। ভীমা কোরেগাঁও মামলা প্রত্যাহার, সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তি, উপা আইন, নাসা ও সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিল, আইপিসি’র ১২৪(ক) ধারা বাতিল ইত্যাদি দাবিতে শুক্রবার রাজপথে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন (টিএইচআরও)৷ মানবাধিকার কর্মীরা দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে কোভিড বিধি মেনে রাজপথে দাঁড়িয়ে নীরব প্রতিবাদে অংশগ্রহণ করেন৷
ভীমা কোরেগাঁও মামলায় উপা আইনে বিনা বিচারে আটক সুধা ভরদ্বাজ, গৌতম নাভালখা, ভেরন গণজালভেস, অঞ্জন ফেরিবা, জ্যোতি জগতাপ, সোমা সেন, ভারভারা রাও, সুধীর ধাওয়ান, রোনা উইলসন, মহেশ রাউথ প্রমুখদের ছবি গলায় ঝুলিয়ে মানবাধিকার কর্মীরা তাদের মুক্তির দাবি জানিয়েছেন৷
উল্লেখ্য, ভীমা কোরেগাঁও মামলায় আটক থাকাকালীন ৮৪ বছর বয়সি খ্রিষ্টান পাদ্রী ও আদিবাসী অধিকার রক্ষায় অগ্রণী সংগঠক ফাদার স্ট্যান স্বামী কার্যত বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর তরফে৷
টিএইচআরও সম্পাদক পুরুষোত্তম রায়বর্মন প্রতিবাদ কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় বলেন, সারা দেশে বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার ভয়ানকভাবে বিপন্ন৷
উপা-নাসা প্রভৃতি কালা কানুনের সাহায্যে সব ধরনের প্রতিবাদীদের গ্রেপ্তার করে বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা হচ্ছে৷ তিনি আইপিসি’র ১২৪(ক) ধারা অবিলম্বে বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷
ভীমা কোরেগাঁও মামলা প্রতিবাদীদের মুখ বন্ধ করার জন্য রাষ্ট্রের ফ্যাসিস্টসুলভ ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য জোড়ালো দাবি জানিয়েছে টিএইচআরও৷