Road Blocked: প্রধানশিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ টাকারজলা স্কুলের ছাত্র-ছাত্রীরা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ জুলাই।। প্রধানশিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ করে টাকারজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা৷ ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে৷ এদিন সুকলের শিক্ষার্থীরা দলবেঁধে গিয়ে টাকারজলা-জম্পুইজলা সড়ক অবরোধ করে৷

জানা যায়, সম্প্রতি স্কুলের প্রধানশিক্ষক মনোরঞ্জন দেববর্মাকে বদলি করেছে শিক্ষা দপ্তর৷ কিন্তু এই বদলির নির্দেশ মানতে নারাজ স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ এমনকি সেখানকার অভিবাবকেরাও মনোরঞ্জন দেববর্মার বদলির বিরুদ্ধে৷

ছাত্র-ছাত্রী এবং অভিবাবকদের বক্তব্য হলো প্রধান শিক্ষক মনোরঞ্জন দেববর্মার আন্তরিক সদিচ্ছার কারণেই স্কুলের পঠন পাঠনের দিক দিয়ে উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে৷

বিগত ছয় বছর ধরে উচ্চ মাধ্যমিকে শতভাগ সাফল্যের রেকর্ড রয়েছে স্কুলের৷ মাধ্যমিকেও লেটার মার্কস সহ পাশের হার জেলার অন্যান্য স্কুলের তুলনায় অনেক ভালো৷ সম্পূর্ণ জনজাতি অধ্যুষিত এলাকাটিতে প্রাইভেট টিউটর নেই৷ আর্থিক অনটন অধিকাংশ শিক্ষার্থীর পরিবারের নিত্যসঙ্গী৷

নানা প্রতিবন্ধকতা সত্বেও সাফল্যের ধারা জারি রয়েছে একমাত্র প্রধান শিক্ষকের বদন্যতায়৷ জানা গেছে, প্রধান শিক্ষক মনোরঞ্জন দেববর্মা টেস্ট পরীক্ষার পরেও বোর্ড পরীক্ষার্থীদের স্কুলে নিয়মিত পাঠদান করেন৷

প্রতিটি বিষয়ে একজন করে বিষয় শিক্ষককে দায়িত্ব দেওয়া  হয়৷ এ কারণে কোন প্রাইভেট টিউটরের সহায়তা ছাড়া প্রতিবছর ভালো রেজাল্ট করছে স্কুলের পরীক্ষার্থীরা৷ তাই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা মনোরঞ্জন দেববর্মারর বদলি মেনে নিতে পারছে না৷

তারা স্পষ্টতই জানান, এই প্রধান শিক্ষক চলে গেলে স্কুলের পড়াশোনার মান তলানিতে এসে ঠেকবে৷ তাই এদিন সকল ছাত্র-ছাত্রীরা দলবেঁধে গিয়ে পথ অবরোধ করে শিক্ষক বদলির প্রতিবাদ জানান৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জম্পুইজলার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা৷

তিনি বিষয়টি শিক্ষা দপ্তরের গোচরে নেবেন বলে অবরোধকারী ছাত্রদের আশ্বাস দেন৷ করোনা বিধি লাগু রয়েছে৷ সংক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করতে সড়ক অবরোধ মুক্ত করার জন্য শিক্ষার্থীদের বলেন মহকুমা শাসক৷

ছাত্রদের লিখিত দাবি দপ্তরের উচ্ছ পদস্থ আধিকারিকের নিকট প্রেরণের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন মহকুমা শাসক৷ এরপর অবরোধ মুক্ত করে দেয় ছাত্রছাত্রীরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?