অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার ইসুরু উদানা। শনিবার খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এই সপ্তাহে কলম্বোয় ভারতের বিপক্ষ ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়ে থাকল লঙ্কানদের হয়ে এই ৩৩ বছর বয়সী তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উদানার। টুর্নামেন্টে লঙ্কানদের হয়ে পাঁচ ম্যাচ খেলেন তিনি। তার মধ্যে আছে পাকিস্তানের বিপক্ষে আসরের ফাইনালও।
২০১২ সালের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় উদানার। টিম ইন্ডিয়ার বিপক্ষে সেই সিরিজে দুটি ম্যাচ খেলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলার জন্য প্রায় সাত বছর অপেক্ষা করতে হয় তাকে।এই পেসার ক্যারিয়ারের শেষদিকে দলে নিয়মিত হন। বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে লোয়ার-অর্ডারে নেমে হার্ড হিটার হিসেবেও পরিচিতি পান উদানা।
নিজের অবসরের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সময় এসেছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল আমার জন্য অত্যন্ত গর্ব ও ভালোবাসার।শ্রীলঙ্কার হয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে ২১টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন উদানা।