Result Declared: মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করল মাধ্যমিকের, পাশের হার ৮০.৬২ শতাংশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১’র মাধ্যমিক এবং মাদ্রাসা আলিমের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে এ বছর মাধ্যমিকে পাশের হার ৮০.৬২ শতাংশ ও মাদ্রাসা আলিমে পাশের হার ৯৩.৬১ শতাংশ।

এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ৪২৬টি। আজ দুপুরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা।

আগামীকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তিনি জানান, কোভিড-১৯ অতিমারীর কারণে দেশ, রাজ্য সহ গোটা বিশ্ব এখন উদ্বেগে রয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন ব্যাপকভাবে ব্যাহত হয়।

তবে অনলাইন এবং বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে কিছু ক্লাসের ব্যবস্থা হয়েছিল। তাই ২০২১ সালের পরীক্ষা মার্চের পরিবর্তে মে মাসে হওয়ার কথা ছিল। যদিও কোভিড পরিস্থিতি অবনতি হওয়ার কারণে গত ১লা মে পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

কিন্তু এর পরেও কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাজ্য সরকার কর্তৃক পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা হওয়া সম্পর্কিত জনমত যাচাইয়ের ভিত্তিতে ১৬ মে পর্ষদের পরীক্ষাগুলি বাতিল করা হয়৷ এই জনমত সমীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৭৬৮। যার মধ্যে ৯০.০৬ শতাংশ জনমত ছিল পরীক্ষা না হওয়ার পক্ষে।

যথারীতি পরীক্ষাগুলি বাতিল হওয়ার পর ২১ জুন একটি ১০ সদস্যক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। মধ্যশিক্ষা অধিকর্তার নেতৃত্বে কমিটিতে ছিলেন দুইজন বিদ্যালয় শিক্ষক, দুইজন বিদ্যালয় প্রধান, দুইজন কলেজ অধ্যক্ষ, পর্ষদের দুইজন আধিকারিক এবং একজন রাশিবিজ্ঞান অধ্যাপক।

এরপর সেই কমিটি পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার পদ্ধতি ঘোষণা করে। এই সমস্ত সুপারিশের ভিত্তিতে পর্ষদ ২০২১ সালের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশ করে বলে জানান পর্ষদ সভাপতি ভবতোষ সাহা।
পর্ষদ সভাপতি জানান, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬,৬০৩ জন।

মাদ্রাসা আলিম পরীক্ষার্থী ৯৪ জন। এবছর মাধ্যমিকে গড় পাশের হার ৮০.৬২ শতাংশ। যা গতবছর ছিল ৬৯.৪৯ শতাংশ। মাধ্যমিকে এসটি ও এসসি পরীক্ষার্থীদের পাশের হার যথাক্রমে ৭৫.৬২ শতাংশ ও ৮০.৮১ শতাংশ।

মাধ্যমিকে এডিসি এলাকার স্কুলগুলিতে পাশের হার ৭৬.৬৪ শতাংশ। মাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার দক্ষিণ জেলা। এই জেলায় পাশের হার ৮৮.৮৪ শতাংশ। মাধ্যমিকে সর্বনিম্ন পাশের হার ধলাই জেলায়। এই জেলায় পাশের হার ৭৩.৩৭ শতাংশ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?