অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অসম-মিজোরাম সীমান্ত ইস্যু এবং ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নতুন আক্রমণ শানিয়েছেন। কংগ্রেস নেতা স্পষ্ট তীর ছুড়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা নিয়ে৷
রাহুলের বক্তব্য, নরেন্দ্র মোদি সরকারের অধীনে জাতীয় সীমানা বা রাজ্যের সীমানা কোনওটাই নিরাপদ নয়। হিন্দিতে টুইট করে তিনি জানিয়েছেন, জাতীয় সীমানাও নিরাপদ নয়, রাজ্য সীমান্তও নয়। বিতর্ক এবং দাঙ্গা আমাদের দেশের পবিত্র ভূমিতে বীজের মতো বপন করা হচ্ছে, এর পরিণতি হবে ভয়াবহ৷
প্রসঙ্গত, অসম-মিজোরাম সীমান্তে সংঘটিত সহিংস সংঘর্ষে ২৬ জুলাই অসমের ৬ পুলিশ কর্মী এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে৷ ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে এই ঘটনায়। দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধের কারণে এই সংঘর্ষ হয়।
অসম সংঘর্ষের পর মিজোরামে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়ে একটি আদেশ জারি করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ দুই রাজ্যের সীমান্তে বিপুল সংখ্যক সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।