অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। এবারের টোকিও অলিম্পিকে অনেকেই আশা করেছিলেন মেরি কমের পদকের ব্যাপারে। যদিও তিনি ব্যর্থ হওয়ায় বিশেষজ্ঞরা পদক জয়ের ব্যাপারে বাজি ধরেছিলেন ভারতের আরও এক বক্সার পূজা রানির ওপর।
কিন্তু সে আশাতেও জল পড়ে গেল। কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত হলেন চিনের লি কিয়ানের কাছে। ম্যাচের ফল ৫-০। ভারতীয় বক্সার পূজা রানি রিও অলিম্পিকের ব্লোঞ্জজয়ী লি কিয়ানের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন।
যদিও কিয়ানের সামনে কোনও প্রতিরোধই সেভাবে গড়ে তুলতে পারেননি। ফলে যোগ্য খেলোয়াড় হিসেবেই ম্যাচ জিতে নেন চাইনিজ বক্সার। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচের অভিজ্ঞতা পূজা রানিকে পরবর্তী ম্যাচগুলিতে সাহায্য করবে। উল্লেখ্য, অলিম্পিকের আসরে নামার আগে ২০২০ সালে মিডিলওয়েটের ৮১কেজি বিভাগে তৃতীয় হয়েছিলেন পূজা রানি।