স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৩০ জুলাই।। নাবালিকা নিখোঁজ হবার দেড় মাস অতিবাহিত হতে চললেও উদ্ধার করতে ব্যর্থ পুলিশ৷ সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করার পরও দেড়মাসে অভিযুক্তের টিকির নাগাল পায়নি পুলিশ৷
এদিকে, অভিযুক্তের সহকারীরা নাবালিকার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নাবালিকার পরিবারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছে৷ ঘটনা লেফুঙ্গা থানাধীন বামুটিয়ার কালীবাজার সংলগ্ণ সাহারোবাড়ি এলাকায়৷
দিনদুপুরে স্কুল পড়ুয়া এক নাবালিকা নিখোঁজ হবার পর পরিবারের লোকেরা আশায় বুক বেধে ছিল পুলিশ তাদের মেয়েকে খুঁজে বের করবে৷ অভিযোগ, গত ১২ জুন রানিরবাজার দেবীনগর এলাকার উত্তম দেবনাথের ছেলে অজয় দেবনাথ কালীবাজার সংলগ্ণ সাহারো বাড়ি এলাকা থেকে নাবালিকাকে অপহরণ করে৷
ঘটনার দিন রাতেই অভিযুক্ত অপহরণকারী অজয় দেবনাথ তার সহযোগীদের দিয়ে নাবালিকার বাড়িতে ফোন করে এই বার্তা পাঠায়৷ রাতেই মেয়ের পরিবার লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায়৷
এই রাতেই ছেলের বাড়িতে ছুটে যায় পরিবারের লোকেরা৷ যোগাযোগ করা হয় রানিরবাজার থানায়৷ ঘটনার পরের দিন অর্থাৎ ১৩ জুন পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ পরিবারের লোকেরা আশা করেছিল অল্প সময়ের মধ্যেই তাদের মেয়েকে খুঁজে বার করবে পুলিশ৷
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য করিৎকর্মা পুলিশ বাবুরা নাবালিকা মেয়ের পরিবারের দায়ের করা অভিযোগ রেজিস্টার করেনি৷ দিনের পর দিন নাবালিকাকে খোঁজার পরিবর্তে গড়িমসি করে ৮ দিন পর ২২ জুন এফ আই আর নথিভুক্ত করে পুলিশ৷
এরপরেও এখন পর্যন্ত নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ৷ এদিকে, অপহরণের পর রানিরবাজারের দেবীনগর এলাকার পূজা দে নামে এক গৃহবধূর বাড়িতে আশ্রয় নিয়েছিল অভিযুক্ত অজয় দেবনাথ৷ পূজা দে নাবালিকার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে৷
অভিযোগ অকর্মণ্য পুলিশ এই পূজা দে’কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি ৷ এদিকে নাবালিকার পরিবারের অভিযোগ অজয় দেবনাথের সহযোগীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে৷
কিন্তু এসবের কোনো ধার ধারে না পুলিশ৷ রীতিমতো মেয়ের তল্লাশি করে করে ব্যর্থ হয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন নাবালিকার মা৷ দাবি করলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের ঊধর্বতন কর্তৃপক্ষ যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে৷