স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। রাজ্যের উপজাতিদের ঐতিহ্যবাহী পূজা-পার্বণের অন্যতম পূজা হলো কের পূজা। আগরতলায় রাজবাড়ী সহ রাজ্যের সর্বত্র উপজাতীয় অংশের মানুষ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কের পূজায় সামিল হন।
উপজাতিদের কের পূজাকে কেন্দ্র করে রাজ্যের উপজাতি মহল্লা গুলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ত্রিপুরায় রাজ আমল থেকেই কের পূজা হচ্ছে। ঐতিহ্য মেনে কম্পাউন্ডে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শনিবার সকালে কের পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
রাজ্যের অন্যান্য স্থানে থেকেও কের পূজার খবর মিলেছে। কের পূজা বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে। অত্যন্ত নিষ্ঠার মধ্য দিয়ে এই পূজা করা হয়। সে কারণেই কেয়ার পূজার চৌহদ্দি বেঁধে দেওয়া হয়।
কের পূজা চলাকালীন সময়ে নির্ধারিত স্থান গুলির মধ্যে কোন সন্তান সম্ভবা মা কিংবা মুমূর্ষ রোগীকে থাকতে দেওয়া হয়না। ক্যাপ শুরু হওয়ার আগেই তাদেরকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রথা রাজা মল থেকে চলে এসেছে।
এখনো কেয়ার পূজার সেই ঐতিহ্য বজায় রয়েছে।কের পূজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উপজাতি অংশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা হয়।