Jail Custody: নাবালিকাকে নির্মম অত্যাচার, চিকিৎসকসহ চারজন জেল হেফাজতে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুলাই।। অষ্টম বর্ষীয়া নাবালিকাকে নির্মম অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক পরেন্দ্র দেববর্মা সহ ৪ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত৷

নির্যাতিতা শিশু কন্যার বাবা সদানন্দ গৌড়ের অভিযোগমূলে ঘটনার মূল অভিযুক্ত তথা চিকিৎসক সমাজের কলঙ্ক পরেন্দ্র দেববর্মা সহ নির্মল দেববর্মা, বিপ্লব দেববর্মা ও সমরজিৎ দেববর্মাকে এনসিসি থানার তরফে শুক্রবার সদর মহকুমার নিম্ন আদালতে হাজির করা হয়৷

তবে আরেক অভিযুক্ত চিকিৎসক পরেন্দ্র দেববর্মা’র স্ত্রী কাবেরী দেববর্মাকে আটক করতে পারেনি বলে জানা গেছে৷ এনসিসি থানার পুলিশ ধৃতদের আদালতে পেশ করার পাশাপাশি নির্যাতিতা শিশু কন্যার মারাত্মক অবস্থার পরিপ্রেক্ষিতে রেকর্ড করা ‘মৃত্যুকালীন’ জবানবন্দিও আদালতে পেশ করে৷

শিশু কন্যাটি এতটাই নির্মম অত্যাচারের শিকার হয়েছে অভিযুক্ত চিকিৎসক দম্পতি কর্তৃক যে তার মৃত্যুকালীন জবানবন্দি পর্যন্ত রেকর্ড করানো হয়েছে এবং বর্তমানে মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

মূলত এই কারণে পুলিশ সংশ্লিষ্ট মামলায় আইপিসি’র ধারা ৩০৭ এবং ‘চাইল্ড লেবার অ্যাক্ট ১৯৮৬’ এর ধারা ১৪ যুক্ত করার জন্য আদালতে আবেদন দাখিল করে৷ ধৃত অভিযুক্তদের তরফে আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করলে সরকার পক্ষে এপিপি ইনচার্জ বিদ্যুৎ সূত্রধর এই জামিনের তীব্র বিরোধিতা করেন৷

বিশেষ করে মামলার মুখ্য অভিযুক্ত সমাজের উচ্চ শ্রেণির একজন নাগরিক এবং পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও যে নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ করেছে তাতে জামিন নয় বরং দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে জোর সওয়াল করেন৷ আর ধৃত অন্য অভিযুক্তরাও এই ঘৃণ্য কাজে সহায়তা করে সমদোষে দোষী৷

সুতরাং এই জঘন্য অপরাধের পরও এরা জামিনে ছাড়া পেয়ে গেলে সমাজে ভুল ম্যাসেজ যাবে বলে যুক্তি হিসেবে তুলে ধরেন প্রসিকিউশনের আইনজীবী৷

উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর সদর মহকুমার প্রথম শ্রেণির বিচার বিভাগীয় আদালত ধৃত অভিযুক্তদের জামিন নাকচ করে দিয়ে ২ আগস্ট পর্যন্ত হাজতবাসে রাখার নির্দেশ জারি করে৷

পাশাপাশি পুলিশের আবেদনের সঙ্গে সহমত পোষণ করে সংশ্লিষ্ট মামলায় নতুন করে ধারা যুক্ত করার অনুমতিও দিয়েছে আদালত৷

সুতরাং এই মামলায় নতুন ধারা যুক্ত হওয়ায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুধুমাত্র শিশুকন্যা নির্যাতন নয় বরং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠে এলো বলা চলে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?