Deputy CM: রাজ্যে বিদ্যুৎ পরিষেবা ও বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ জুলাই।।রাজ্যে বিদ্যুৎ পরিষেবা ও বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। আজ জম্পুইজলা মহকুমার গাবর্দি ৩৩ কেভি পাওয়ার সাব স্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।

ভারত সরকার ও বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় উত্তর-পূর্বাঞ্চল বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে এই সাব স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ২৯ লক্ষ টাকা।

বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সাব স্টেশনটি নির্মাণের ফলে গাবর্দি, জারুলবাচাই, শ্রীনগর, শ্যামনগর, প্রভাপুর, টেলারবন, যুগলকিশোর নগর সহ ঐ এলাকার ৫ হাজার ৩২৭টি পরিবার উপকৃত হবে।

বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে সারা রাজ্যে এরকম ৩৪টি বিদ্যুৎ সাব স্টেশন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যেই গাবর্দি সাব স্টেশন সহ ৯টি সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

আশা করা হচ্ছে আগামি ডিসেম্বর মাসের মধ্যে নির্মিয়মান সাব স্টেশনগুলো চালু করা সম্ভব হবে। উপমুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন সাব স্টেশনটি চালু হওয়ায় এই এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রভুত উন্নতি ঘটবে।

সাব স্টেশনের উদ্বোধনের পর উপমুখ্যমন্ত্রী প্রভাপুর উপস্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং টিকা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে, জম্পুইজলা মহকুমার মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকগণ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?