অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিকে এই সিদ্ধান্ত নিলেন তিনি। নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ টেস্ট সিরিজে থাকছেন না এই ইংলিশ অলরাউন্ডার। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি স্টোকস। সেই সঙ্গে মানসিকভাবেও সতেজ থাকতে চান তিনি।গত বছর করোনার প্রকোপের পর থেকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে সময় কাটাতে হয় খেলোয়াড়দের। এরপর ক্রিকেট শুরু হলেও খেলোয়াড়দের থাকতে হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। যা মানসিক চাপ সৃষ্টি করছে ক্রিকেটারদের মধ্যে।
স্টোকসের ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের বিরতি প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গিলস জানান, ‘নিজের অনুভূতি বিষয়ে মুখ খোলে বেন অসাধারণ সাহস দেখিয়েছে এবং সে সেরে উঠুক।’
তিনি আরও জানান, ‘যতদিন প্রয়োজন হয় ততদিন বেন বিরতিতে থাকতে পারবে। ভবিষ্যতে তাকে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতেও দেখতে চাই।’৩০ বছর বয়সী এই অলরাউন্ডারে পরিবর্তে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে সমারসেটের ক্রেইগ ওভারটনকে।ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজ শুরু হবে বুধবার থেকে।