অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান দিকেভেলাকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর এবং ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়ে কভিড-১৯ গাইডলাইন ভাঙায় এই শাস্তি পেলেন এই ত্রয়ী।
এসএলসির নির্বাহী কমিটির সুপারিশে, আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বছর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদেরকে। আগামী দুই বছরের মধ্যে ফের নিয়ম ভাঙলে এই শাস্তি বাস্তবায়ন করবে বোর্ড।
সেই সঙ্গে থাকছে বড় অঙ্কের অর্থদণ্ড। তিনজনের প্রত্যেককে দিতে হচ্ছে ১০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির জরিমানা। নিষেধাজ্ঞা শেষ হলে বোর্ডের সুপারিশে তিনজনকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে বাধ্যতামূলক কাউন্সেলিংয়ের জন্য।
ইংল্যান্ড সফরে জৈব-সুরক্ষা বলয় ভাঙায় এই তিন ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে দেশে ফেরত আনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও পুরো দলকে ঝুঁকিতে ফেলায় তারা যে বড় শাস্তি পেতে যাচ্ছিলেন তা অনুমিতই ছিল।
গত মাসে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতে মেন্ডিস এবং দিকভেলা ডারহামের রাস্তায় বসে আছেন। ভিডিওতে দুই ক্রিকেটারকে দেখা গেলেও তদন্তে জানা যায়, তাদের সঙ্গে গুনাথিলাকাও ছিলেন। দিকভেলা ছাড়া বাকি দুই ক্রিকেটারের শাস্তির সম্মুখীন হওয়া নতুন নয়।
২০১৭ সালে বাজে আচরণের জন্য ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন গুনাথিলাকা। অনুশীলন ছেড়ে মধ্য রাতে পার্টি করা, কিট ব্যাগ ছাড়া অনুশীলনে আসার মতো অভিযোগও উঠে তার বিরুদ্ধে। ২০১৮ সালে এক যৌন নির্যাতনের অভিযোগে জড়িত থাকায় নিষিদ্ধও হয়েছিলেন এই ৩০ বছর বয়সী ওপেনার।
অন্যদিকে, পানাদুরায় ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গাড়ি চাপা দেওয়ায় ২০২০ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন মেন্ডিস। পরে জামিন পান তিনি।