অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই চিন্তায় পাকিস্তান শিবির। দ্বিতীয় ম্যাচের আগে প্রস্তুতিতেই মাথায় বল লাগায় হাসপাতালে ভর্তি করতে হল আজম থানকে।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটিয়েছেন কিংবদন্তি উইকেটরক্ষক মইন খানের পুত্র আজম খান। ট্রেনিং চলাকালীন ফাস্ট বোলারের বিরুদ্ধে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত লাগে।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, আজম খানের চোট পুনরায় খতিয়ে দেখে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে ২২ বছরের আক্রমণাত্মক ব্যাটসম্যানকে পাওয়া যাবে না তা নিশ্চিত। জানা গিয়েছে, সজোরে মাথায় বল লাগলেও সেই সময় আজম খান হেলমেট পরেই ছিলেন। সজ্ঞানেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।