Attack: জাতিসংঘের একটি চত্বরে গ্রেনেড ও বন্দুকের গুলিতে আফগান নিরাপত্তা কর্মী নিহত

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। আফগানিস্তানের হেরাতে শুক্রবার জাতিসংঘের একটি চত্বরে রকেটচালিত গ্রেনেড ও বন্দুকের গুলিতে একজন আফগান নিরাপত্তা কর্মী নিহত ও কয়েকজন কর্মকর্তা আহত হয়েছে।

জাতিসংঘের বিবৃতির বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, সরকার বিরোধী হামলাকারীরা যে ভবনটির সামনের অংশ লক্ষ্য করে হামলা চালায়, তাতে জাতিসংঘ পরিষ্কারভাবে চিহ্নিত ছিল।

এ হামলাকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করেন দেশটিতে ইউএস অ্যাসিস্ট্যান্স মিশনের প্রধান ডেবরা লিয়োন্স।

তিনি আরও বলেন, “যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার-পরিজনদের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ”

জাতিসংঘের বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয় যে, তাদের কর্মচারী ও স্থাপনার বিরুদ্ধে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও যুদ্ধাপরাধের শামিল।

তবে তালেবানের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, হেরাতে জাতিসংঘ মিশনের কম্পাউন্ড কোনো ঝুঁকির মুখে নেই।

তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অফিসটির কাছে লড়াই চলাকালে দুটি পক্ষের গোলাগুলিতে প্রহরীরা আঘাত পেয়ে থাকতে পারেন, তবে এখন মুজাহিদিনরা আসার পর ভবনটি মুক্ত হয়েছে।

গত কয়েক মাস ধরে আফগানিস্তান ২০ বছরের যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। একই সময়ে বেড়ে গেছে তালেবানদের অভিযান। এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়।

সম্প্রতি তালেবানেরা জানায়, তাদের যোদ্ধারা ইতিমধ্যে আফগান ভূখণ্ডের ৮৫ ভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারিভাবে এ দাবির বিরোধিতা করা হলেও অন্য কিছু সূত্র বলছে, দেশটির ৪০০টির জেলার অর্ধেকের মতো দখল করে নিয়েছে তালিবানেরা।

বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলো দখল করে রাজধানীকে ঘিরে ফেলা তাদের লক্ষ্য। সম্প্রতি দখলে নেয় ইরান, তুর্কমিনিস্তান ও পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?