স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৯ জুলাই।। সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে কোভিড ১৯ এর সংক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে ঊনকোটি জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়মিতভাবে চলছে কোভিড ১৯ টিকাকরণ।
২৭ জুলাই মুরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত মুরাইবাড়ী এলাকায় বসবাসরত বিশিষ্ট চমপ্রেং বাদক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ৯৪ বছর বয়সের থাঙ্গা ডার্লং কোভিড ১৯ টিকা গ্রহন করেন। তাঁর এই কোভিড- ১৯ টিকা গ্রহন রাজ্যের সকল জনগণের নিকট একটা দৃষ্টান্ত।
যারা কোভিড টিকা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করছেন তাদেরকে থাঙ্গা ডার্লং এর টিকাকরণ উদ্বুদ্ধ করবে এবং তারা টিকাকরণে এগিয়ে আসবেন এটাই আশা।