Trinamool Congress: দলবদলের ট্রডিশান জারি রেখেছেন সুবল ভৌমিক, এবার তৃণমূল কংগ্রেসে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। দলবদলের ট্রডিশান জারি রয়েছে সুবল ভৌমিকের। কোন দলের বলই যেন সুবলের কোর্টে স্থায়ী হচ্ছে না। কংগ্রেস, প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস, বিজেপি। তারপর আবার কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার সন্ধেয় যোগদান পর্ব সম্পন্ন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মন্ত্রী মলয় ঘটক। প্রাক্তন কংগ্রেস বিধায়ক-সহ অন্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা।

ভোট কুশলী প্রশান্ত কিশোরের কর্মীদের হোটেলে বন্দি করে রাখার ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল ত্রিপুরা। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার পর এবার তৃণমূলের নজরে রয়েছে ত্রিপুরা।

এখানে নিজেদের জমি মজবুত করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে সেখানে ‘খেলা’ শুরুও হয়ে গিয়েছে।

আজ সন্ধেয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ কংগ্রেসের প্রায় ৪০ জন নেতা-কর্মী যোগ দেন তৃণমূলে। তবে শুধুমাত্র পাঁচজনের হাতে তৃণমূলের পতাকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধেয় যোগদান পর্ব সম্পন্ন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মন্ত্রী মলয় ঘটক। প্রাক্তন কংগ্রেস বিধায়ক-সহ অন্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা।

সুবল ভৌমিকের পাশাপাশি যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, পান্না দেব, প্রেমতোষ দেবনাথ, বিকাশ দাস, তপন দত্তর মতো নেতারা৷ তাছাড়াও যোগ দিয়েছেন এআইসিসির কয়েকজন রাজ্য নেতৃত্ব। যোগদানের পর সুবল ভৌমিক বলেন ২০২৩ এ ত্রিপুরায় তৃণমূলের সরকার গঠন হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?