অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। ‘গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের আশা শেষ নোভাক জোকোভিচের। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে আলেক্সান্দার জাভেরেভের কাছে হেরে গেছেন সার্বিয়ান তারকা।
এক নম্বর বাছাই জকোভিচ প্রথম টেনিস তারকা হিসেবে এক বছরে প্রধান চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক স্বর্ণপদক জয়ের সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ইতিহাস গড়া হলো না ৩৪ বছর বয়সী তারকার।
টোকিওর আরিয়াকে টেনিস পার্কে জার্মানির ২৪ বছর বয়সী জাভেরেভের বিপক্ষে ১-৬, ৬-৩ ও ৬-১ গেমে হেরে যান জোকোভিচ।চার নম্বর বাছাই জাভেরেভ রবিবারের ফাইনালে মুখোমুখি হবেন রাশিয়ার কারেন কাছানভের।